বন্ধুরা, আমি সমীর। আজকে আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া আরো এক ঘটনার কথা বলব। ঘটনাটি তখনকার, তখন কলেজ শেষ করে আমি তেইশ বছরের এক সদ্য বেকার যুবক । মা মারা যায় ও আমাকে মানুষ করার জন্য লতা খালাকে আমাদের দেখাশোনার জন্য বাড়িতে রাখে। আমার বাবা আমাদের গ্রামে একজন গন্যমান্য ধনী হওয়ার আমার জীবনে অভাব জিনিসটা ছিল না। বাবার থাকার ঘরটা ছিল আমাদের তেতলা বাড়ির দোতলার সিঁড়ির পাশে। লতা বুয়ার একদম গ্রাউন্ড ফ্লোরে।আর আমার ঘর তিনতলায়। বেকার যুবক।কাজকর্ম নেই। সারাদিন টইটই করে ঘুরতাম আর রাতে বাড়ি ফিরে শুয়ে পরতাম।আর প্রয়োজনে বেশ্যাপাড়ায় যেতাম যৌবনের জ্বালা মেটাতে(এ কাহিনী পরে শোনাবো)। এর আগে হোটেলে আমার প্রথম সেক্সের গল্প তো আগেই বলেছি।এবার শোনাবো রোজ রাতের চোদার গল্প। কাজের বুয়া লতা খালার কথায়। বয়স ৩৭। ছোট থেকে বাবার কাছ থেকে শুনে আসছি যে লতা বুয়ার স্বামী মারা যাওয়ার পর লতা বুয়া আমাদের বাড়িতে কাজ করে। আমি একদিন রাতে পায়খানা করার জন্য আমার তলার বাথরুমে গিয়ে দেখি পানি নেই। অগত্যা দোতলার বাথরুমে যাব বলে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম । অন্ধকারে আবছা আবছা দেখা যাচ্ছে বলে লাইট জ্বালাইনি।ন...
Comments
Post a Comment